ধান কিভাবে চাষ করা হয় তা জেনে নিন
নওগাঁ কিসের জন্য বিখ্যাত তা জেনে নিনধান চাষের জন্য প্রথমে আমাদের একটি জমির প্রয়োজন। তারপর সেখানে বীজতলা তৈরী করতে হবে। তারপর সেখানে ধানের বীজ ছিটিয়ে সেচ দিতে হবে। যখন সেখানে ছোট ছোট চারা উৎপাদন হবে তখন সেগুলো প্রধান জমিতে রোপন করতে হবে। ধান চাষের সময় জমিতে অনেক পানির প্রয়োজন হয়।
![]() |
ধান কিভাবে চাষ করা হয় তা জেনে নিন |
কিভাবে ধানের পরিচর্যা করতে হয়
বাংলাদেশ পৃথিবীর ধান উৎপাদনকারী দেশগুলোর মধ্যে চতুর্থ হলেও এখনকার হেক্টর প্রতি গড় ফলন ৪,৩ টন। ধানের জাতের উপরে নির্ভর করে তাই এলাকা এবং মৌসম ভেদে নির্বাচন করতে হবে। বীজ বাজার থেকে ক্রয় বা বাড়ী থেকে সংগ্রহ করে বালতী ভর্তি পানি দিয়ে ১২ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। পানির উপরে চিতা ও পুষ্ঠ পরিপক্ষ বীজ ফেলে দিতে হবে।
তারপর ৪৮-৫২ ঘন্টা চটের ব্যাগে জাগ দিয়ে রাখতে হবে। যেন বীজ অংকুরীত হয়, ৪৮-৭২ ঘন্টা পর অংকুরীত বীজ নিজতলাই গুনতে হবে। মূল জমিতে স্যার প্রয়োগ কয়েকটি চাষ দিয়ে ধান চাষের উপযোগী করতে হবে। এক্ষেত্রে আমরা ১০টা স্যার ব্যবহার করব । উরিয়া স্যার তিন কিস্তি রোপনের পর ১০-১৫ দিন পর, ১ম কিস্তি ২৫-৩০ দিন পর, ২য় এবং শেষ কিস্তি ৪০-৪৫ দিন পর প্রয়োগ করতে হবে।
আউশের ২০-২৫ দিনের চারা, রোপা আমন ২৫-৩০, বুরো ৩৫-৪০ দিনের চারা রোপন করতে হবে সর্বচ্চো ফলনের জন্য প্রতি গুছিতে উপশি ইনবীট ২-৩ টি চারা এবং হাইব্রিড প্রতি গুছিতে ১টি করে চারা দিতে হবে। তাছাড়া এক লাইন থেকে আরেক লাইন দূরুত হবে ২০ সে মি। চারার উপর প্রথম ৩৫-৪০ দিন ওই জমি আগাছা মুক্ত রাখতে হবে।
আগাছা মুক্ত রাখলে ফলন ভালো হয়, আমরা কয়েক ভাবে আগাছা মুক্ত রাখতে পারি। তারপর চারা রোপনে ২০-৩০ দিন ২-৩ সে মি তার উপরে থাকলে কোষের সংখ্যা বৃদ্ধি পায়।
ধান কোন পরিবেশে ভালো হয়
কংকর ও বেলেমাটি ছাড়া সব মাটিই ধান চাষের উপযোগী। এঁটেল ও এঁটেল দোআঁশ ধান চাষের জন্য খুব ভালো। নদ-নদীর অববাহিকা ও হাওর-বাওর এলাকা যেখানে পলি জমি সেখানেও ভালো ধান হয়। প্রকারভেদে উচু,মাঝারি,নিচু সব ধরনের জমিতেই ধানের চাষ করা যায়। নিচু জমিতে বোরো ও জলি আমন চাষ করা যায়।
মাটির আম্লাত্মক থেকে নিরপেক্ষ অবস্থা ধান চাষের অনুকূল। মাটিতে জৈব পদার্থ কম হলে কম্পোস্ট ব্যবহার করে এর মাত্রা বাড়ানো যায়। মাটির নাইট্রোজেন,ফসফরাস, পটাশ, জিংক,সালফার ইত্যাদির মাত্রা নির্ধারন করে প্রয়োজনীয় স্যার ব্যবহার করে মাটির উর্বরতা বূদ্ধি করা হয়।
ধান কিভাবে চাষ করা হয় তা জেনে নিন
কিভাবে ধানের পরিচর্যা করতে হয়
ধান কোন পরিবেশে ভালো হয়
ধান কোন মাটিতে ভালো হয়
ধান কোন মাটিতে ভালো হয় এবং কেন
ধান মাটি বা পরিবেশের কোন বৈশিষ্ট্যের জন্য বেশি
ধান কোন ঋতুতে চাষ করতে হয়
ব্রোক্লিন৬৯ এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url